বহিষ্কৃত ছাত্রলীগ নেতা নাহিদ কোতোয়ালকে সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ভিপি পদপ্রার্থী রফিক ভোটারদের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, এতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব দেখেও কোন পদক্ষেপ নিচ্ছেনা।
ডাকসু নির্বাচনের বিধি অনুযায়ী কোনো প্রার্থী ভোটারদের উপহার বা খাবার দিতে পারবেন না। কিন্তু রফিক ভোটারদের রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যাওয়া নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। রফিক তার সঙ্গে করে বহিস্কৃত ছাত্রলীগের নেতাকে নিয়ে যাওয়ায় হলের শিক্ষার্থীদের মধ্যে নানান বিতর্কের জন্ম দিয়েছে।
উল্লেখ্য, নাহিদ কোতোয়াল ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন অনিয়মে তার নাম জড়িত ছিল। তার বড় ভাই বায়েজিদ কোতোয়াল কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা। তার প্রভাবের কারণে নাহিদও বিভিন্ন অনিয়মে যুক্ত ছিলেন। হলে থাকাকালীন প্রথম বর্ষ থেকে তিনি সিঙ্গেল সিটে ছিলেন এবং কোনো গেস্টরুম করতে হয়নি। ৫ আগস্টের পর হলের শিক্ষার্থীরা সর্বসম্মতিক্রমে তাকে বয়কট করেছেন।