ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোট গণনার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার প্রক্রিয়া সরাসরি প্রদর্শন করা হবে। এতে শিক্ষার্থীরা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বচ্ছভাবে পুরো ভোট গণনা দেখতে পারবেন।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জামীল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভোটের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই অংশ হিসেবে ভোট গণনার স্বচ্ছতা বজায় রাখতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দেওয়া হলো।