ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী মাহিন সরকার প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়ে সমর্থন দিলেন আবু বাকের মজুমদারকে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন আজ (৫ সেপ্টেম্বর) দুপুরে মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
মাহিন সরকার বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি। আমি সম্বর্তিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমার কাছে সবসময় মনে হয়েছে, গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে ঐক্য প্রয়োজন।”
তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচনে যদি গণঅভ্যুত্থানের সামনের সারির নেতৃত্ব নির্বাচিত হতে পারে, তবে তারা শিক্ষার্থীদের প্রতি বেশি দায়বদ্ধ থাকবে। আবু বাকের মজুমদার গণঅভ্যুত্থানের একজন অগ্রসেনানী। তাই তার বিজয়কেই আমি আমার বিজয় হিসেবে মনে করব।”
মাহিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমি আমার শুভাকাঙ্ক্ষী সবাইকে অনুরোধ করছি আবু বাকের মজুমদারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য। তার বিজয়ই মাহিন সরকারের বিজয় হবে।”
তবে যেহেতু প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই, তাই ভোটের ব্যালটে মাহিন সরকারের নাম থাকলেও তিনি শিক্ষার্থীদের ভোট আবু বাকের মজুমদারের পক্ষেই দেওয়ার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের শীর্ষ একটি পদে প্রার্থী হতে চেয়েছিলেন মাহিন সরকার। তবে সমঝোতা না হওয়ায় তিনি পৃথক প্যানেলে প্রার্থী হন। যেহেতু এনসিপি বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্যানেলকে সমর্থন দিচ্ছে, তাই মাহিনের প্রার্থিতা ওই প্যানেলের ভোট ক্ষয়ের আশঙ্কা তৈরি করে। এই কারণেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।