ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫ এ সমাজসেবা সম্পাদক সৈয়দ ইমাম হাসান অনিকের হাতপাখা আদলের লিফলেট বিতরণ সাদরে গ্রহণ করছে সবাই। প্রার্থীর আধিক্যতায় অনেক বেশি লিফলেট হওয়ায় অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা লিফলেট নিতে অনিচ্ছুক হলেও তীব্র গরমে এই অভিনব লিফলেটটি স্বেচ্ছায় চেয়ে নিতেও দেখা গেছে।
হাতপাখা আদলের এই লিফলেট গ্রহণ করার সময় প্রার্থীকে উদ্দেশ্য করে মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী মন্তব্য করেন “এই গরমে এরকম ইম্প্রুভাইজ প্রচারণা আমার খুব পছন্দ হয়েছে, আপনি এই হাত পাখা প্রদানের মাধ্যমে অলরেডি সমাজসেবা শুরু করে দিয়েছেন। আপনার জন্য শুভকামনা।”