ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে শুরু হলো নির্বাচনী বিতর্ক।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পায়রা চত্বরে অনুষ্ঠিত হয় সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থীদের মধ্যে এ বিতর্ক।
ডাকসু ও হল সংসদ নির্বাচন কমিশনের উদ্যোগে এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিউডিএস)-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে পায়রা চত্বর হয়ে ওঠে শিক্ষার্থীদের মিলনমেলা। প্রার্থীরা নিজেদের ভিশন তুলে ধরার পাশাপাশি প্রতিদ্বন্দ্বীদের বক্তব্যের জবাব দেন। শিক্ষার্থীরাও অংশ নেন প্রশ্নোত্তর পর্বে।
এটি ছিল ডাকসু নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বিতর্ক।
নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিতর্ক এবং ৬ সেপ্টেম্বর সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থীদের মধ্যে হবে চূড়ান্ত বিতর্ক।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ডাকসু নির্বাচন সব সময় রাজনৈতিক ও গণতান্ত্রিক চর্চার অন্যতম ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এজিএসদের বিতর্কের মাধ্যমে এবারের নির্বাচনী উত্তাপ আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে শিক্ষার্থীদের অনেকে মনে করছেন।