ডাকসু নির্বাচনের প্রচারণা নিয়ে শিক্ষার্থীদের বিরক্তির কথা উল্লেখ করে রুমে রুমে গিয়ে প্রচারণা না করার ঘোষণা দিয়েছেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক ও ডাকসু ভিপি প্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
শনিবার রাতে নিজের এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, গত তিন দিনে তিনটি হল ঘুরে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কাছ থেকে দেখেছেন তিনি। প্রার্থীদের অতিরিক্ত প্রচারণার কারণে শিক্ষার্থীরা বিরক্ত হয়ে উঠেছেন। রুমে না থাকলেও টেবিল ও খাটে লিফলেট ছড়িয়ে রেখে আসায় অনেক কক্ষ “বাগাড়ে” পরিণত হচ্ছে বলে মন্তব্য করেন খালিদ। তিনি জানান, এক প্রথম বর্ষের শিক্ষার্থী বিরক্তি নিয়েই তাকে বিষয়টি দেখিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, প্রার্থীদের দলবল নিয়ে ঘন ঘন যাতায়াতের কারণে শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তাও ক্ষুণ্ণ হচ্ছে।
এ পরিস্থিতি বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, রুমে রুমে প্রচারণা আর চালাবেন না। তিনি মনে করেন, সুস্থ প্রতিযোগিতার জায়গা বজায় রাখতে প্রচারণায় পরিমিতি থাকা জরুরি এবং ভোটারদের আস্থা ও সম্মান রক্ষা করাই এখন তার মূল অগ্রাধিকার।