ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’-এর নাম পরিবর্তন করে আবার ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষার্থীদের আবেদন এবং হল প্রশাসনের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। এখন চূড়ান্ত রেজুলেশনের অপেক্ষায় রয়েছে হল প্রশাসন।
আজ শুক্রবার (২৯ আগস্ট) গণমাধ্যমেকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদ।
তিনি বলেন, ‘গত সোমবার সিন্ডিকেট সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রতিটি সিন্ডিকেটের পর একটি চূড়ান্ত আলোচনা হয় এবং সেই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, ‘যেহেতু সিন্ডিকেটে বিষয়টি নিয়ে ভালোভাবে আলোচনা হয়েছে, তাই এটি পরিবর্তন করা হবে। এখন শুধু চূড়ান্ত রেজুলেশনের অপেক্ষা। রেজুলেশন হলে নাম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন হয়ে যাবে।’
বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় বিষয়টি এজেন্ডাভুক্ত ছিল এবং বিষয়টি নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট এজেন্ডায় বলা হয়েছে, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত হলের নাম ‘শেখ মুজিবুর রহমান হল’ নামকরণের বিষয় হলের প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র বিবেচনা।’
উল্লেখ্য, হলটির শিক্ষার্থীরা গত ২২ জানুয়ারি ২০২৫ তারিখে হলের নাম সংস্করণের আবেদন করেন এবং আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকেরাও ওই প্রস্তাবনায় সমর্থন দেন।
জানা গেছে, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই হলের শুরুতে নাম ছিল ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালে ‘জাতির জনক’ শব্দ দুটি সংযুক্ত করে হলটির নাম করা হয় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’।