ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এর উদ্যেগে আগামীকাল (৩১ আগস্ট) থেকে শুরু হবে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই চলচ্চিত্র উৎসবটি অনুষ্ঠিত হবে। এ উৎসবে প্রদর্শিত হবে বিশ্বের ৭৬টি দেশের প্রায় ২০০টি চলচ্চিত্র।
বিশ্ববিদ্যালয়গামী তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ প্রদান ও তাদের শৈল্পিক প্রতিভা বিকাশের একটি বৃহত্তর আন্তর্জাতিক মঞ্চ প্রদানের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ ২০০৭ সাল থেকে প্রতি বছর International Inter University Short Film Festival (IIUSFF) আয়োজন করে আসছে। এ বছর উৎসবের ১৬ তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে।