ডাকসু নির্বাচন : ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা থাকবে

emon / ৩০ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
ছবিতে: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ডাকসুর রিটার্নিং অফিসার অধ্যাপক ড. গোলাম রব্বানী। একই সঙ্গে বহিরাগতদের ব্যাপারে কঠোর সিদ্ধান্তের কথাও জানান তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) ডাকসুর প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরুর ঘোষণা দেন চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. মোহাম্মদ জসীম উদ্দিন। সকাল ১১টায় সিনেট ভবনে প্রার্থীদের নিয়ে সভা করে এ ঘোষণা দেন তিনি।
নিরাপত্তা প্রসঙ্গে প্রফেসর গোলাম রব্বানী বলেন, “ডিএমপি আমাদের সঙ্গে থাকবে। তারা সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছে এবং ইতিমধ্যে কাজও শুরু করেছে।”
ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, তিন স্তরের ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে প্রক্টরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা থাকবেন বিভিন্ন ভোটকেন্দ্রে। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নেবে সেনাবাহিনী। তারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন, ভোটের সাত দিন আগে থেকে কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। আমরা নোটিশ ছাড়াই হঠাৎ পরিদর্শন করব।
ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে। শুধুমাত্র বৈধ ভোটাররা ঢুকতে পারবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রো স্টেশনও বন্ধ থাকবে।
অনাবাসিক ভোটারদের বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক। তারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করেন। ভোটের দিনে ট্রিপ বাড়ানো হবে। পাশাপাশি ডিএমপি কমিশনারকে অনুরোধ করা হয়েছে যাতে ঢাবি শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সহায়তা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category