ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হলগুলোতে রাজনীতি নিষিদ্ধের দাবি থাকলেও ছাত্রদল ঘোষিত হল কমিটিগুলো বহাল থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার দুপুরে ছাত্রদলের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ছাত্রদল সভাপতি।
রাকিব জানান, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও বিশ্ববিদ্যালয় পর্যায় এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘কারা সাইবার বুলিং করছে, গুপ্ত ছাত্র রাজনীতির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে এবং অপসংস্কৃতির জন্ম দিচ্ছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করবে বলে আমাদের আশ্বস্ত করেছে। আমাদের হল কমিটিগুলো বিদ্যমান থাকবে।
এর আগে ৯ আগস্ট ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখার নতুন কমিটি ঘোষণা করে। একইদিন রাতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কমিটি ঘোষণার প্রতিবাদে শিক্ষার্থীদের একাংশ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে এবং উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়।
বিক্ষোভের মুখে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে বলেন, ২০২৪ সালের ১৭ জুলাই হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটিই বহাল থাকবে। প্রত্যেক হল প্রশাসন নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেবে।
রাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন হলগুলোতে গুপ্ত ছাত্র রাজনীতির প্রতি অনীহা দেখিয়েছে। গুপ্ত ছাত্র রাজনীতি বন্ধে তারা কাজ করবে বলে জানিয়েছে। সচেতন ছাত্র সংগঠন হিসেবে আমরা সবসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আছি।’
ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে ‘গুপ্ত রাজনীতির’ অভিযোগ তুলে তিনি বলেন, ‘ছাত্রলীগ যেভাবে হলগুলো দখল করেছিল, ছাত্রশিবিরও গুপ্ত রাজনীতির মাধ্যমে হলগুলো দখল করে নিচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ গ্রুপে ছাত্রদলকে নিয়ে নেতিবাচক মন্তব্য করা হচ্ছে। এ বিষয়ে আমরা প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি।’
ছাত্রলীগের চিহ্নিত নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে ছাত্রদল সভাপতি বলেন, আগামী শনিবারের মধ্যেই হয়তো ক্যাম্পাসে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ, হলে ছাত্র রাজনীতির প্রকৃতি ও ঢাবি ক্যাম্পাসের নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রশাসনের আপডেট পাব।
তার অভিযোগ, ‘আমরা ছাত্রদল ‘মব’ ও সোশ্যাল মিডিয়ায় মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছি।’
ঢাবিতে ছাত্র রাজনীতির রূপরেখা প্রণয়নে পাঁচ সদস্যের কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ন রেখে গণতান্ত্রিক সংস্কৃতি চর্চার লক্ষ্যে প্রচলিত ছাত্র রাজনীতির গঠনমূলক ভূমিকা নিয়ে সুপারিশ প্রণয়নের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১১ আগস্ট এসএমটি সভার সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন- কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলেয়া বেগম এবং আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভুঁইয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি দ্রুততম সময়ের মধ্যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত রূপরেখা সুপারিশ করবে। প্রয়োজনে তারা তিনজনকে কো-অপ্ট করতে পারবে।