ডাকসুর প্যানেলে নারীসহ অন্য ধর্মের শিক্ষার্থীরাও থাকতে পারবেন: শিবির সভাপতি

dunews / ২৬ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে যোগ্যতার ভিত্তিতে নারীসহ অন্য ধর্মের শিক্ষার্থীরাও প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘শিক্ষা সংস্কারে প্রস্তাবনা’ শীর্ষক আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শিবির সভাপতি বলেন, আমাদের প্যানেলে নারীদের অংশগ্রহণ থাকবে। শুধু নারীরাই নন, আমাদের প্যানেলে প্যানেলে আশা করি, অন্য ধর্মের প্রার্থীরাও থাকবেন। সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। যে কেউ আমাদের প্যানেলে আসতে চাইলে যোগ্যতার বিচারে তাদের অন্তর্ভুক্ত করা হবে। আমরা দ্রুতই এই প্যানেল ঘোষণা করবো।

সংবাদ সম্মেলনে ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক শিক্ষাক্রম প্রণয়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকমিশন গঠন, জুলাই গণঅভ্যুত্থানকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তকরণসহ ৩০ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেন শিবির সভাপতি। অনুষ্ঠানে সভাপতিত্বও করেন তিনি।

তাদের অন্যান্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে– বহুমাত্রিক মূল্যবোধের বিকাশ; বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত শিক্ষায় অগ্রাধিকার প্রদান; সামরিক ও শারীরিক শিক্ষা নিশ্চিতকরণ; শিক্ষা বাজেট অগ্রাধিকার; শিশুদের জন্য আনন্দদায়ক স্কুলিং পদক্ষেপ; উচ্চমাধ্যমিক পর্যন্ত বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষা আইন প্রণয়ন; স্বাধীন ও স্বতন্ত্র নিয়োগ কমিশন গঠন; নারী শিক্ষার প্রসারে উপর্যুক্ত পরিবেশ নিশ্চিতকরণ; শিক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন; শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন নিশ্চিত ও ব্যবস্থাপনায় আধুনিকীকরণ; মানসিক স্বাস্থ্য সেবা ও কাউন্সেলিং ব্যবস্থা নিশ্চিতকরণ; শিক্ষার্থী বান্ধব শিক্ষাঙ্গণ বাস্তবায়ন; যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ গঠন; গবেষণামুখী উচ্চশিক্ষা; কারিগরি শিক্ষার মান বৃদ্ধি; মূল্যায়ন পদ্ধতির সংস্কার; শিক্ষক প্রশিক্ষণ কাঠামোর আধুনিকায়ন; শিক্ষক মূল্যায়নের কার্যকর পদ্ধতি প্রবর্তন; চাকরিতে সমান সুযোগ ও ন্যায়ভিত্তিক প্রবেশাধিকার নিশ্চিতকরণ; ছাত্ররাজনীতির যথাযথ চর্চা ও নিয়মিত ছাত্রসংসদ নির্বাচন আয়োজন; বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিতকরণ; পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তকরণ; কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস; উপজাতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার উন্নয়ন ও সমান অধিকার নিশ্চিতকরণ; শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবক-অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিতকরণ ইত্যাদি।

 

সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, শিক্ষা সম্পাদক মো. ইব্রাহিম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category