ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান সহ ছাত্রদলের আরো পাঁচ নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছে ঢাবি ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল ও সম্পাদক আরিফুল ইসলাম। আজ (১৯ আগস্ট) এক বিবৃতিতে এই অভিযোগ এনে আটককৃতদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়, গতকাল (১৮ আগস্ট) সকাল থেকে ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান এর কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না। আমরা জানতে পারি ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক তাকে উঠিয়ে নিয়ে যায়। তার কোন সন্ধান না পেয়ে ছাত্রদল কেন্দীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, ঢাবি ছাত্রদলের সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান, অমর একুশে হল শাখা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রিয়াদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ একত্রে জিসান কে খুজতে তার বাসায় যায়। তখন ডিবি পুলিশ তাদেরকেও ধরে নিয়ে যায়। এখনও পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।অনতিবিলম্বে আমাদের সহযোদ্ধাদের সন্ধান প্রদান করে গণমাধ্যমের সামনে হাজির করার জোর দাবি জানাচ্ছি।