পড়শোনায় সাফল্য অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থীকে অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদার ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে উপাচার্য আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
প্রয়াত অধ্যাপক ড. কুলসুম আবুল বাশার মজুমদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলা, ফাসরি, উর্দু, ইংরেজি, হিন্দি ভাষায় দক্ষতাসহ বিভিন্নক্ষেত্রে তার পান্ডিত্য ছিল সর্বজন স্বীকৃত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ, অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ ধারণ করে জাতির উন্নয়নে কাজ করার জন্য উপাচার্য শিক্ষার্থীদের আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কলা অনুষদের ডিন ড. আবদুল বাছির, ফারসি ভাষাওসাহিত্যের চেয়ারম্যান অধ্যাপক ড. বাহাউদ্দীন, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম।