এইচএসসি পরীক্ষা পেছানোসহ চার দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করতে আসা ৭ শিক্ষার্থীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে শাহবাগ আসে শিক্ষার্থীরা। শাহবাগ থানার সামনে আসার পরেই আন্দোলনরতদের লাঠিপেটা করে পুলিশ। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়। পরে সেখান থেকে ৭ জনকে আটক করে থানায় নেয়া হয়েছে। তারা রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থী। শাহবাগ থানা সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হলেন, সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজের মো. আপন সরকার (২০), মোহাম্মদপুরের ঢাকা উদ্যান সরকারি কলেজের মো. জিহাদ (২০) ও মো. নিজাম হোসেন (১৮), বাড্ডার মহানগর কলেজের মো. মোজাফফর হোসেন মিরান (১৯), ধানমন্ডি আইডিয়ার কলেজের মো. তানভীর আহমেদ (২০), মিরপুর ১২ এর দোয়ারিপাড়া সরকারি কলেজের ছাত্র মো. মোস্তাফিজুর রহমান (১৯) এবং মো. ফাহাদ হোসেন (২০)।
তাদের দাবিগুলো হলো পরীক্ষা দুইমাস পেছানো, ৫০ নম্বরের পরীক্ষা নেওয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় বাদ দেওয়া।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ক্লাস শুরু হয়েছিল মার্চে। আর ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে গত ২৯ মে। মাত্র ১৫ মাসে দুই বছরের কোর্স শেষ করে তড়িঘড়ি পরীক্ষা নেওয়া হচ্ছে। সেটাও আবার ফুল (পূর্ণ) নম্বরের ওপর প্রশ্নপত্র করা হবে। এটা মেনে নেওয়া যায় না।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ‘যারা মিছিল করছে, তারা শিক্ষার্থী কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। গতকাল কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলে উল্টাপাল্টা তথ্য দিয়েছিল। আগামী ১৭ তারিখে যাদের পরীক্ষা, তারা এক সপ্তাহ আগে যেসব দাবি নিয়ে রাস্তায় নেমেছে, এগুলো তো অযৌক্তিক। তাদের কয়েকজনকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। পরে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এ দিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কিছু শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ১৭ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে। তাদের দাবিগুলো যৌক্তিক নয়। এখনও সময় আছে। তারা এখনও পড়াশুনা করলে ভালো করবে। আমি আশা করব, তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে।