যৌন ও প্রজনন স্বাস্থ্যের অগ্রগতি এবং অধিকার শীর্ষক প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনার লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট এবং আইসিডিডিআরবির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাবি কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।
সমঝোতা চুক্তি স্বাক্ষর করায় আইসিডিডিআরবিকে ধন্যবাদ জানিয়ে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই সমঝোতার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে’
সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হালদার, আইসিডিডিআরবির সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন, ঢাবি গণসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম