• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইসিডিডিআরবির মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

dunews
প্রকাশ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

যৌন ও প্রজনন স্বাস্থ্যের অগ্রগতি এবং অধিকার শীর্ষক প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনার লক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্রের (আইসিডিডিআরবি) মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ কার্যালয়ে ঢাবি পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউট এবং আইসিডিডিআরবির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

ঢাবি কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক ড. তাহমিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন।

সমঝোতা চুক্তি স্বাক্ষর করায় আইসিডিডিআরবিকে ধন্যবাদ জানিয়ে মমতাজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই সমঝোতার দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে’

সমঝোতা স্মারক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. তামান্না হালদার, আইসিডিডিআরবির সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন, ঢাবি গণসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর