আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থী আশিকুল ইসলাম (বিটু) ক্লাসে ফিরে আসার প্রতিবাদে এক মানববন্ধনে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা বলেন, ” আমরা আমাদের ভাইয়ের খুনির সাথে ক্লাস করতে রাজী নই”।
আজ সোমবার( ৭ আগস্ট) বিকাল ৫:৩০ টায় বুয়েট শহীদ মিনারে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই মানববন্ধন
করেছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আবরার ফাহাদ হিংস্র ছাত্ররাজনীতির বলি হয়েছেন। তার হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পড়ে বুয়েটে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ করে ও এই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আজীবনের জন্য বহিষ্কার করে বুয়েট প্রশাসন। ওই সময় হত্যার সাথে জড়িত থাকলেও রহস্যজনকভাবে বিটুর নাম মামলার চার্জশিট থেকে বাদ যায়।
তারা আরো বলেন,এই ঘটনায় অভিযুক্ত আশিকুম ইসলাম (বিটু) আজীবন বহিষ্কার হলেও ২০২১ সালের ২২ মে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৭ ব্যাচের একটি অনলাইন ক্লাসে যুক্ত থাকতে দেখা যায়। এছাড়াও তখন অন্তত ৪ টি কোর্সে রেজিষ্ট্রেশন করে নেয়। যদিও পরবর্তী শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে তার এউ চেষ্টা ব্যার্থ হয়।
শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি গত ৬ আগস্ট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৯ ব্যাচের ক্লাসে তাকে আবারো দেখা যায়। এই ঘটনায় বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা চরমভাবে ক্ষিপ্ত। এত সহজে বুয়েটের তদন্তে প্রমাণিত একজন অপরাধী ফিরে আসতে পারলে আবরার ফাহাদের আত্মত্যাগ অর্থহীন হয়ে যায়। এর বিনিময়ে পাওয়া বর্তমান বুয়েটের নিরাপদ পরিবেশ হুমকির মুখে পড়ে।
বিটুর ফিরে আসায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষুব্ধ বলে উল্লেখ করে তারা আরো বলেন, আমরা কোনভাবেই আমাদের ভাইয়ের একজন খুনির সাথে ক্লাস করতে রাজি নই। এরকম অত্যাচারী ও খুনের দায়ে অভিযুক্ত একজনের পুনরায় বুয়েট ক্যাম্পাসে ফিরে আসায় সকল সাধারণ শিক্ষার্থী শঙ্কিত ও ক্ষুব্ধ। আমরা আশা করছি যে, দ্রুততম সময়ে তার কোর্স রেজিস্ট্রেশন বাতিলসহ সকল একাডেমিক কার্যক্রম বাতিল করে পুনরায় ক্যাম্পাসকে নিরাপদ করে তোলা হবে।