সাবেক সংসদ সদস্য ও বরেণ্য লেখক শহীদজায়া পান্না কায়সারের তৃতীয় জানাযা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এটি অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত হয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এতে ইমামতি ও দোয়া করেন মসজিদের খতিব সৈয়দ মুহাম্মদ ইমদাদ উদ্দিন
জানাযা পূর্ববর্তী বক্তব্যে পান্না কায়সারের ছেলে অমিতাভ কায়সার মৃতের পক্ষ থেকে সকলের কাছে ক্ষমতা প্রার্থনা করেন। তিনি বলেন, ‘আমার মা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। যদি কখনো কারো সাতে ভুল বা অন্যায় করেন তাহলে আমি তার হয়ে ক্ষমা চাই।’
এর আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মৃতের মরদেহ আজ সকাল ১১টা থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত শহীদ মিনারে রাখা হয়। ঢাবি উপাচার্য শহীদ মিনারে মৃতের কফিনে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য মৃতের মরদেহ বাংলা একাডেমিতে রাখা হয়।
উল্লেখ্য, গত ৪ আগস্ট শুক্রবার সাবেক সংসদ সদস্য ও শিশু সংগঠক পান্না কায়সার মারা যান। একই দিন বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বাদ আসর নিউ ইস্কাটনে বাসার সামনে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ৩য় জানযার পর আজ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।