বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির (বিপিএস) উদ্যোগে দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।
আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে উপাচার্য ড. মো. আখতারুজ্জামান এটি উদ্বোধন করেন
বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. সাজাহানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড.
কাজী শহীদুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, বিপিএসের সাধারণ সম্পাদকড. মোহাম্মদ কামরুল আহসান
মানুষের নৈতিক উন্নয়ন ঘটানোর লক্ষ্যে দর্শন চর্চার উপর গুরুত্বারোপ করে উপাচার্য বলেন, ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধ এবং বিজ্ঞানমনস্ক, উদার, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণের ক্ষেত্রে দর্শন শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দার্শনিকগণ চিন্তার নানা ধারা তৈরী করে সমস্যা সামাধানের উপায় বাতলে দেন। দর্শন চর্চার মাধ্যমে মানুষের জ্ঞান ও প্রজ্ঞার বিকাশ ঘটে। এর মাধ্যমে মানুষের বিচার-বিশ্লেষণ করার সক্ষমতা অর্জিত হয়। শিক্ষার্থীদের প্রতি দর্শন শিক্ষা গ্রহণ করে ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. কাজী শহীদুল্লাহ বলেন, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা ও মানবকল্যাণের লক্ষ্যে কাজ করার জন্য দার্শনিকদের প্রয়োজন। শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়তে কারিকুলামে আরও উন্নতি করতে হবে। ন্যায়-নীতি অনুসরণ ও ভুল-সঠিক, সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণ করে জীবন পরিচালনার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।