সহ-শিক্ষা কার্যক্রমে অসাধারণ নৈপুণ্য অর্জন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৬জন শিক্ষার্থীকে ‘দি ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ প্রদান করা হয়েছে। এরমধ্যে ১৪ জন সিলভার ও ২২ জন ব্রোঞ্জ এওয়ার্ড পেয়েছেন।
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন ডিজিটাল ক্লাসরুমে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।
শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে হয়। নৈতিক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। অধিক সংখ্যক শিক্ষার্থীকে এর সাথে সম্পৃক্ত করতে হবে। বক্তব্য শেষে দি ডিউক অব এডিনবার্গস ইন্টারন্যাল এওয়ার্ড নিয়ে একটি ক্লাব গঠনেরও প্রস্তাব করেন তিনি।
ছাত্র নির্দেশনা ও পরামর্শ দফতরের পরিচালক অধ্যাপক ড. মেহজাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডিউক অব এডিনবার্গসের সেক্রেটারী রিজওয়ান বিন ফারুক।