ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২-২৩ শিক্ষাবর্ষ (১ম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস আগামী ১৬ আগস্ট ২০২৩ শুরু হবে। শিক্ষার্থীদের ৮ থেকে ১৪ আগস্টের মধ্যে স্ব স্ব বিভাগের নির্দেশনা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
আজ বুধবার বিশ্ববিদ্যালয় উপাচার্য আখতারুজ্জামান ভর্তি কার্যক্রম সম্পন্ন ও ক্লাস শুরু সংক্রান্ত ইউনিট প্রধানদের সুপারিশ অনুমোদন করেন।
উল্লেখ্য, স্নাতক ১ম বর্ষ পরিবর্তন করে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম নাম দিয়ে গত ২৯ এপ্রিল চারুকলা অনুষদের পরীক্ষা দিয়ে ভর্তি কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়।