ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।
আজ ৩০ জুলাই বিকাল ৩টা ৩০শে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত ফাইনালে ফলিত গণিতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা৷
নির্ধারিত সময়ে খেলার কোন নিস্পত্তি না হলে ট্রাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে গতবারের চ্যাম্পিয়ন ফলিত গণিতকে ২-১ গোলে হারায় সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞানের পক্ষে ট্রাইব্রেকারে তিনটি শট সেভ করে ট্রুনামেন্ট সেরা হয়েছেন আরিফুল আকাশ।
এর আগে গত ২৭ জুলাই আইনবিভাগকে হারিয়ে প্রতিযোগিতার ফাইনালে নিজেদের জায়গা করে নেয় সমাজবিজ্ঞান।
উল্লেখ্য, গত ৭ জুলাই ঢাবির প্রায় ৮৩ টি ডিপার্টমেন্ট নিয়ে শুরু হয় আন্তঃবিভাগভিত্তিক ফুটবল ট্রুনামেন্ট। এতে প্রায় ১৭ বছর পর আবারও শিরোপা নিজেদের করে নিয়েছে সমাজবিজ্ঞান বিভাগ।