তদন্ত কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রক্টর অফিসের কর্মচারী ইমরান আহমেদ শুভকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বুধবার রাতে প্রক্টরিয়াল বডির এক গুরুত্বপূর্ণ মিটিংÑএ এই সিদ্বান্ত নেওয়া হয়। প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রক্টরিয়াল বডির একই মিটিংÑএ এই ঘটনার তদন্ত করতে সহকারী প্রক্টর ড. মো. আব্দুল মুহিতকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন, সহকারী প্রক্টর সঞ্চিতা গুহ ও মুহাম্মদ বদরুল হাসান।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, অভিযুক্তকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। কোন কিছু তদন্ত করা ছাড়া কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যায়না। তদন্ত রিপোর্ট আসলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী শাকিল আহমেদ শাওন প্রক্টর অফিসের কর্মচারী ইমরান আহমেদ শুভ এর হাতে শারীরিকভাবে নির্যাতের শিকার হন। এই সময় শুভ ভুক্তভোগীকে কিল-ঘুষি দিয়ে জখম করেছেন বলে ভুক্তভোগী অভিযোগ করে পরদিন প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন।