আওয়ামীলীগের তিন সহযোগী সংগঠন– যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবেশের অনুমতি পায়নি।
আজ (২৬ জুলাই) ঢাবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আগামীকাল সমাবেশের অনুমতি চেয়ে চিঠি দেয়। রাত আটটার মিটিং শেষে আওয়ামীলীগের এই তিন সংগঠনকে সমাবেশের অনুমতি দেওয়া হবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।
প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় এরিয়ায় এমন সমাবেশের অনুমতি দেওয়া হলে শিক্ষার্থীদের চলাফেরা বিঘ্নিত হবে। কাল আমাদের বিশ্ববিদ্যালয় খোলা। অনেক শিক্ষার্থী ‘ল’ ফ্যাকাল্টি, কার্জন হল এরিয়ায় ক্লাস করবে৷ তাছাড়া আশেই ঢাকা মেডিকেল আছে। প্রতিদিন অনেক রোগী এখানে সেবা নিতে আসে তাদের ও সেবা নিতে সমস্যার সৃষ্টি হতে পারে। এসকল কারণেই আমরা অনুমতি দেইনি।