• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ঢাবিতে ”পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা

dunews
প্রকাশ: বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ঢাবি প্রতিনিধি

পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)-এর আয়োজনে ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর সহযোগিতায়
পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে তিন ক্যাটাগরিতে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্যাটাগরিগুলো হলো– আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা এবং আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। দীপু মনি পানিতে ডুবে মৃত্য প্রতিরোধের উপর গুরুত্বারোপ করে সাঁতারকে শিক্ষাক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি সচেতনতা তৈরির উদ্দেশ্যে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ, বাংলাদেশকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির চিফ মডারেটর ড. মাহবুবা নাসরীন ও সিআইপিআরবির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. এ কে এম ফজলুর রহমান। অনুষ্ঠানে বিষয় ভিত্তিক উপস্থাপন করেন ড. আমিনুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি মো. মাহবুবুর রহমান মাসুম, সঞ্চালনা করেন ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেন।

উল্লেখ্য, মহামারির মতো জীবন কেড়ে নেওয়ার মত্ততায় নীরবে বাড়ছে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা– বাংলাদেশ প্রেক্ষিতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন এন্ড রিসার্চ,বাংলাদেশ-CIPRB এর গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। কেন পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাকে মহামারির সাথে তুলনা করা হচ্ছে সে প্রশ্নের উত্তর মিলে পরিসংখ্যানের দিকে তাকালেই। পৃথিবীতে প্রতিবছরে পানিতে ডুবে মৃত্যু বরণ করেন ২ লাখ ৩৫ হাজার মানুষ, দিন প্রতি গড়ে ৬৫০ জন। পৃথিবীতে দুর্ঘটনাজনিত মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হলো পানিতে ডুবে মৃত্যু। এই দুঃখজনক মৃত্যুর প্রায় ৯০ শতাংশই নিম্নমধ্যম আয়ের দেশগুলোতে ঘটে। উচ্চ আয়ের দেশের তুলনায় যা কি-না তিনগুণ বেশি। পৃথিবীতে জুড়ে পানিতে ডুবে মৃত্যুর এই ভয়াবহ অবস্থা; এ চিত্র বাংলাদেশে আরও মারাত্মক। জরিপ মতে বাংলাদেশে বছরে পানিতে ডুবে ১৯০০০ মানুষ মারা যায়। তন্মধ্যে ৭৬ ভাগের বেশিই শিশু, আবার এর মধ্যে ৫৮ ভাগ শিশু হলো এক থেকে পাঁচ বছর বয়সী। ভয়াবহতা ঠাহর করতে পারি যখন দেখি খবরের শিরোনাম আসে “রোগে নয়, শিশুরা বেশি মারা যাচ্ছে পানিতে ডুবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর