ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের উদ্যোগে ‘দি বেঙ্গল ওয়াটার মেশিন এন্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ জুলাই, সোমবার ভূতত্ত্ব বিভাগের প্রফেসর এম এ লতিফ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির উন্নয়ন ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের সমম্বিতভাবে কাজ করতে হবে। পানির সুরক্ষা ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এই কর্মশালা থেকে ভূগর্ভস্থ ও ভূপরিস্থ পানির নিরাপদ ব্যবহার সম্পর্কে বাস্তবমুখী সুপারিশ পাওয়া যাবে।
ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা, ড. মুহাম্মদ শামসুদ্দোহা, অধ্যাপক রিচার্ড টেলর। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থার গবেষক, স্টেকহোল্ডার, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন।