ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩’ এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক মিলনায়তনে এটি আয়োজিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে অনলাইনে সংযুক্ত হয়ে ডা. দীপু মনি বলেন, পানিতে ডুবে প্রতিবছরই বাংলাদেশে ১৯ হাজারের মতো মানুষের মৃত্যু ঘটে। এটি প্রতিরোধে সবচেয়ে বেশি যেটা কাজ করবে তা হলো তৃণমূল পর্যায় থেকে সচেতনতা তৈরী করা। তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রশাসনিক ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে সাঁতার শেখা, উদ্ধার করা, প্রাথমিক চিকিৎসাসহ কতগুলো বিষয় রয়েছে যেগুলো খুব দুরূহ নয়, তা বিভিন্ন পর্যায়ে পৌছে দিতে হবে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছোট ছোট ভিডিও তৈরী করে সামাজিক সচেতনতা তৈরী করতে পারি। আমাদের নতুন প্রণীত বইগুলো ডুবন্ত মানুষকে উদ্ধার করা, উদ্ধার করার পর প্রাথমিকভাবে কী করতে হবে তা এনেছি। এর পাশপাশি বিশেষভাবে শিশুদের ব্যাপারে সচেতন থাকার কথা বলেন তিনি।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতির কথা থাকলেও বিশেষ ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি।
উল্লেখ্য, গত তিনদিন থেকে পানিতে ডোবা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। অনুষ্ঠানের শেষে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজয়ী ও রানার্সআপদের পুরস্কৃত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ফুয়াদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ম্যাট ক্যানেল, অনলাইনে সংযুক্ত ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন এন্ড রিচার্স ডিভিশনের পরিচালক আমিনুর রহমান, ডিইউডিএসের সভাপতি মাহবুবুর রহমান মাসুম।