ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী ২৪ ঘন্টা খোলা রাখা ও সামাজিক বিজ্ঞান অনুষদে ক্যান্টিন স্থাপনের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের নেতৃবৃন্দ। আজ রবিবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সম্মুখে এক সমাবেশে এই দাবি জানান তারা৷
সমাবেশে বক্তারা বলেন , সামাজিক বিজ্ঞান অনুষদের ক্যান্টিন শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা। ক্যান্টিনের প্ল্যান থাকলেও এর কোন অস্তিত্ব নাই। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোগান্তির শিকার। শিক্ষার্থীদের কাছে খাবারের যেসকল সুযোগ রয়েছে তার কোনটিই স্বাস্থ্যসম্মত নয়। খাদ্যাভ্যাসের সমস্যার কারণে শিক্ষার্থীরা নানারকন স্বাস্থ্য সমস্যায় ভুগছে।
তারা আরো বলেন, সামাজিক বিজ্ঞানের অনুষদের সামনে কফি হাট রয়েছে। কিন্তু সেটি সাধারণ শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার বাইরে। এর বাইরে হাকিম চত্ত্বরে খিচুড়ি, ফ্রাইড রাইস এবং ভাজাপোড়া পাওয়া যায়। কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের খাবার ভাত, ডাল, মাছ, মুরগির মাংস। এসব কাছে কোথাও পাওয়া যায় না। ফলে ক্লাসের মাঝখানে অল্প সময়ের মধ্যে শিক্ষার্থীদের খাওয়ার মতো কোন ব্যবস্থা নেই।
কেন্দ্রীয় লাইব্রেরী ২৪ ঘন্টা খোলা রাখার দাবি জানিয়ে নেতারা বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতক্ষণ জ্ঞানচর্চা করবে তা নির্ধারিত করে দেওয়া হচ্ছে। পৃথিবীর কোথাও একটি কেন্দ্রীয় লাইব্রেরী ১০-১২ ঘন্টা বন্ধ থাকে না। এতে সমস্যাও বাড়ছে। সকাল ৮ টায় সিট ধরার জন্য অনেকে ভোররাত থেকে সিরিয়াল দিতে আসেন৷ ফলে তার মূল্যবান সময় নষ্ট হচ্ছে সিরিয়াল দিতে। অথচ পুরো সময় লাইব্রেরী খোলা থাকলে এ অসুবিধা হতো না।
ছাত্র ইউনিয়ন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ শাখার সাধারণ সম্পাদক কাশফিয়া হাসান মৌরির সঞ্চালনায় কর্মসূচীতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন ঢাবি সংসদের সভাপতি শিমুল কুম্ভকার, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের সাংস্কৃতিক সম্পাদক আহমেদ জারিফ ইনান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাথির খান নিনাদ, কার্যনির্বাহী সদস্য তানজিনা ইসলামসহ আরও অনেকে।