বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিবের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘন ও দলীয় লেজুড়বৃত্তির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেছে ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
আজ রবিবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ সজীব।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠার ঘোষণাপত্র, গঠনতন্ত্রের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৮ (লক্ষ্য ও উদ্দেশ্য) এর ১নং ধারায় দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতির বাইরে স্বাধীন ধারায় ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে ছাত্রদের যৌক্তিক দাবি ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করার কথা বলা হয়েছে।
গত ১০ জুলাই ঘোষণাপত্র, গঠনতন্ত্রের প্রস্তাবনা ও অনুচ্ছেদ ৮ এর ১ নং ধারা লঙ্ঘন করে বিন ইয়ামিন মোল্লা ও আরিফুল ইসলাম আদিবের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের লেজুড়বৃত্তি করার অভিযোগ উত্থাপন করে ছাত্র অধিকার পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। গঠনতন্ত্র লঙ্ঘন করা, গঠনতান্ত্রিক পদ শূন্য হলেও সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে কেন্দ্রীয় পরিষদ কোন পদক্ষেপ না নেওয়ায় পদত্যাগ করেন তারা।
পদত্যাগের বিষয়ে পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ মাহমুদ সজীব বলেন, যে আদর্শ এবং প্রতিশ্রুতি নিয়ে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয়েছে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের গণঅধিকার পরিষদে পদ নেওয়ার মাধ্যমে তা লঙ্ঘিত হয়েছে। গত দুই সপ্তাহ আমরা অভ্যন্তরীণভাবে সবকিছু সমাধানের চেষ্টা করেছি। কিন্তু ছাত্র অধিকার পরিষদে থেকে আর শিক্ষার্থীদের প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয় বলে আমরা মনে করছি। আমাদের কাছে মনে হয়েছে ছাত্র অধিকার পরিষদ ছাত্রলীগ ছাত্রদলের মতো একটি জাতীয় দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এটা ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারা সম্ভব না। তবে আমরা পূর্বের মতো শিক্ষার্থীদের জন্য কাজ করে যাবো।
এ বিষয়ে ঢাবির যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুম বলেন, গণঅধিকার পরিষদ বা রেজা-নুরের রাজনীতি বাঁচানো এগুলো কখনোই আমাদের রাজনীতিতে আসার উদ্দেশ্য ছিল না। আমার কাছে মনে হয়েছে তথাকথিত ছাত্র অধিকার পরিষদের রাজনীতি রক্ষা করার চাইতে আমাদের গঠনতন্ত্র ও প্রতিশ্রুতি রক্ষা করা গুরুত্বপূর্ণ।
পদত্যাগের ঘোষণা দিয়ে প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ সজীব, সাধারণ সম্পাদক আহনাফ সাঈদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত তাবাসসুমসহ বিভিন্ন হল এবং সেলের ২১ জন নেতাকর্মী।