• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ঢাবির হলে মারধর করে নারী শিক্ষার্থীকে বের করে দেওয়ার অভিযোগ

dunews
প্রকাশ: রবিবার, ২৩ জুলাই, ২০২৩



ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ১৭-১৮ সেশনের এক নারী শিক্ষার্থীকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে একই হলের বেশ কয়েকজন ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে৷ ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ও হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রূপা। সে রোকেয়া হলের ৭ মার্চ ভবনের ১১২১ নম্বর রুমের আবাসিক শিক্ষার্থী। তবে এই বিষয়ে হল প্রশাসন কিছুই জানেনা বলে মন্তব্য করেছেন।


ভুক্তভোগীর অভিযোগ, আতিকা বিনতে হোসাইনের নির্দেশে হল শাখা ছাত্রলীগের কয়েকজন তার রুমে অবস্থান নেয় রাত ১১ টার সময়। এসময় তাকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন করা হয়। এক পর্যায়ে রাত ১ টার সময় তাকে মারধর করে টেনে হিছড়ে রুম থেকে বের করে দেওয়া হয়।


অভিযুক্ত আতিকা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী ও ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। বাকি অভিযুক্তরা– হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামিহা মাহুব ঐশী, সাংগঠনিক সম্পাদক আয়েশা আশরাফ অনামিকা, বিপর্ণা রায়।
সামিহা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী, অনামিকা ও বিপর্ণা রায় সাদ্দাম হোসেনের অনুসারী।


এই বিষয়ে আতিকা বলেন, আমি কিছুই জানিনা। ছোট বোনদের এইসব ঝামেলায় নিজেকে আর জড়াতে ভালো লাগেনা।


অন্যান্য অভিযুক্তদের ফোনকলে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।


এই বিষয়ে জানতে চাইলে শয়ন বলেন, আমি এই বিষয়ে শুনেছি। ওদের সাথে কথা বলেছি। আগামীকাল ঝামেলার বিষয়টি দেখবো।


হল প্রভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, আপনারা এইসব খবর কোথায় শুনেন। আমাকে এখন পর্যন্ত কোন মেয়ে ফোন দিয়ে জানায়নি। এতরাতে এইসব আমি কিভাবে জানবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর