শামসুন্নাহার হল নির্যাতন দিবস উপলক্ষে শামসুন্নাহার হল প্রাঙ্গণে ছাত্র ইউনিয়ন ও ছাত্রলীগ তাদের কর্মসূচি ঘোষণা করেছে।
আজ রবিবার (২৩ জুলাই) সন্ধ্যা ৭ টায় এই দুই ছাত্র সংগঠন তাদের নির্ধারিত কর্মসূচি পালনে একত্রিত হয়েছে শামসুন্নাহার হল প্রাঙ্গণে। এইসময় ছাত্রলীগের বিপুল নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।
ছাত্রলীগ আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছে অন্যদিকে ছাত্র ইউনিয়ন গান পরিবেশনা সহ নানা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুরুতে দুইপক্ষের প্রোগ্রামে উত্তেজনার সৃষ্টি হলেও তা বেশিদূর এগোয়নি৷ ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র ইউনিয়নের প্রোগ্রামস্থলে স্লোগান দিতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। কিন্তু পরবর্তী নেতাকর্মীরা এখান থেকে সরে গেলে পরিবেশ স্বাভাবিক হয়।