ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিইউমুনা) কতৃর্ক আয়োজিত চারদিনব্যাপী জাতীয় ছায়া জাতিসংঘ অধিবেশন (ডানমান) শেষ হয়েছে। আজ (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অধিবেশনের সমাপ্তি হয়। এর আগে গত ১৯ জুলাই সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই অধিবেশনের উদ্বোধন করেন।
এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “সরকারব্যবস্থার পথে অন্তর্ভুক্তিমূলক পৃথিবীর জন্য তথ্য নির্ভর রূপান্তরকর।”
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, “ন্যায়সঙ্গত শাসন শুধু একটি ধারণা নয়; এটা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিতে হবে সমাজের সকল স্তরের মানুষকে। এবং এমন একটি সমাজ তৈরি করতে হবে যেখানে সকলের মতামত,সুযোগের সমান অধিকার থাকবে”।
এবারের অধিবেশেনে ৫টি নতুন কমিটি সহ মোট ১২টি কমিটি ছিল। উক্ত কমিটিগুলো যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে মেয়েদের শিক্ষার সুবিধা, বৈশ্বিক সাম্যব্যবস্থা, পরিবেশবান্ধবতা সহ বিভিন্ন ভৌগলিক সমস্যার সমাধান করেছে। এই বছর ডিইউমুনা কর্তৃক একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে, তা হলো ইকুইটি পলিসি। অধিবেশনের শুরু থেকে শেষ পর্যন্ত একটি ন্যায়সঙ্গত পরিবেশ নিশ্চিত করার দৃঢ় প্রতিশ্রুতির উপর জোর দিতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে তরুণদের জন্য ডানমান একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে আসছে যা তাদের কূটনৈতিক আলোচনা ও সমালোচনামূলক চিন্তার বিকাশে তাতপর্যপূর্ণ ভূমিকা রাখে। সেই সাথে বর্তমানের যুব সমাজে নেতৃত্ব সৃষ্টিতে সহায়তা করছে।