মিরপুর সরকারি বাঙলা কলেজে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রলীগের নেতৃবৃন্দ। আজ (১৮ জুলাই) রাত ১০ টায় বাঙলা কলেজে হামলার প্রতিবাদে এক মিছিল শেষে সমাবেশ থেকে এই দাবি জানিয়েছে ঢাবি ছাত্রলীগ।
সমাবেশে ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন বলেন, বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছি। তাদেরকে বাংলার ছাত্রসমাজ বহু আগেই পরিত্যক্ত করেছি। কর্মসূচির নামে নানা যড়যন্ত্রমূলক কর্মকান্ডের মাধ্যমে তারা আমাদের দেশকে অস্থিতিশীল করে তুলছে । প্রতিবার নির্বাচনের আগে তারা সহিংস হয়েছে, তারা আগুন সন্ত্রাস করেছে । তাদেরকে আমরা দেখেছি ২০১৪ সালে কোন লক্ষ্য উদ্দেশ্য ছাড়া নানা ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ড করে বৈষম্যমূলক একটি সরকার গঠন করতে চেয়েছে। আগুন সন্ত্রাসের মাধ্যমে তারা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল। তারা দোকানপাট ভেঙে দিয়েছে। তারা ভেবেছিল এভাবে সরকার গঠন করা যায়। কিন্তু ১৪ সালে বাংলার মানুষ রায় দিয়েছিল – যারা আগুন সন্ত্রাস করে, জীবন্ত মানুষ পুড়ে মারে তাদেরকে বাংলার মানুষ কখনো রাজনীতি করতে দিবেনা৷
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বাংলাদেশ ছাত্রলীগ এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে রাজপথে থাকবে। বাংলার ছাত্রসমাজ কখনোই এই সন্ত্রাসী কর্মকান্ডকে চলতে দিবেনা৷
প্রতিবাদ মিছিলে ঢাবি ছাত্রলীগের হল শাখার প্রায় ১ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।