ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী নুরুল হক সিয়ামের মোবাইল ফোন চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন ২ চোর। আজ মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
ধরা পড়া ওই দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল মোবাইল টিম।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বলেন, আসরের নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে নাস্তা করছিলেন ঢাবি শিক্ষার্থী নুরুল হক সিয়াম। এমন সময় ওই দুই ব্যক্তি সিয়ামের পকেট থেকে মোবাইল ফোনটি বের করলে তখনই হাতেনাতে ধরা পড়েন তারা। এরপর ঘটনাস্থলে উপস্থিত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদেরকে মারধর করলে তারা ফোন ফেরত দেন। মারধরে একজন অচেতন হয়ে পড়েন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করায়।
এ বিষয়ে প্রক্টরিয়াল বডির এক সদস্য বলেন, তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়েছে। এখনো তাদের নাম পরিচয় জানা যায়নি। চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।