ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সকল শিক্ষার্থীদের হেলথ কার্ড নিশ্চিত করার দাবি নিয়ে এক মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক অংশ। আজ বিকাল চারটায় রাজু ভাস্কর্যের পাদদেশে এই মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি দিপক শিল বলেন, আজকে আমাদের রাজনৈতিক দলগুলো জনগণকে ভাবার সময় নেই। তারা একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে প্রস্তুত। বিএনপি পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে আরেকদিকে আওয়ামীলীগ শোভাযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে। জনগণ কতটা সমস্যায় আছে তা নিয়ে তারা ভাবেনা। বিশ্ববিদ্যালয় ও ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কোন কিছু ভাবছেনা। এটা খুবই হতাশাজনক। এই দুর্দিনে আমাদের মেয়র সপরিবারে আবার বিদেশ সফরে আছে। এই থেকেই বুঝা যায় উনাদের আমাদের জনগনকে নিয়ে ভাবার মত সময় নেই।