‘ঐতিহ্যের পরশে আগামী শীর্ষক’ চতুর্থ বাংলা চারুকলা উৎসবে আঁকা সকল শিল্পকর্মের সমাহারে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী এক শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে আর্ট বাংলা ফাউন্ডেশন।
গতকাল ১৭ জুলাই বিকাল ৫ টায় সপ্তাহব্যাপী এই শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রদর্শনীটি ২২ জুলাই পর্যন্ত প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে৷
প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, আমাদের সংস্কৃতির আন্দোলন থেকেই স্বাধীনতা আন্দোলনের শুরু। আগামী বছর ও আমাদের এই আয়োজন হবে। আগামীতে আমরা আরো বড় পরিসরে, আরো প্রত্যাশিত ভাবে আয়োজন করতে পারবো বলে আমি আশাবাদী।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,এটিএম তাহমিদুজ্জামান ডিএমডি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, লুভা নাহিদ চৌধুরী মহাসচিব বেঙ্গল ফাউন্ডেশন ও আর্ট বাংলা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক ইউনুস।
সভাপতির বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন,আমাদের বাঙ্গালী সংস্কৃতি যদি আমরা আকড়ে ধরতে পারি তাহলে আমাদের টিকে থাকতে আর কিছুই লাগবেনা। আজকে শিশুদের নিয়ে যে আয়োজন হয়েছে তা যদি না করা হয় তাহলে কিছুদিন পর এই শিশুরা ওয়াজ মাহফিলে গিয়ে সংস্কৃতি ভুলে যাবে, অন্ধ হয়ে যাবে তারা। তারা ওয়াজ মাহফিল থেকে এসে ছবি আঁকা হারাম বলে স্লোগান দিবে। সরকার প্রশাসন চালায় মাঠ পর্যায়ে এই সাংস্কৃতিক কাজগুলো আমাদের করতে হবে। সরকার সাংস্কৃতিক অনুষ্ঠান করলে সেটা মানুষের কাছে খুব বেশি যায়না। আমরা যারা শিল্পী আছি তাদেরকেই এই কাজটা করতে হবে৷
উল্লেখ্য, আর্ট বাংলা ফাউন্ডেশন শিল্পাচার্য জয়নুল আবেদিনকে উৎসর্গ করে গত বছর ২২ থেকে ২৫ ডিসেম্বর ময়মনসিংহ “ঐতিহ্যের পরশে শিল্পিত আগামী’’ শীর্ষক ৪র্থ বাংলা চারুকলা উৎসব আয়োজন করেছে।