• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ইমেরিটাস অধ্যাপক হলেন ঢাবির ছয় শিক্ষক

dunews
প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষককে ইমেরিটাস অধ্যাপক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এ সংক্রান্ত প্রস্তাব রোববার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় চূড়ান্ত করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
ইমেরিটাস অধ্যাপকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান। শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ্যাতিমান অধ্যাপকরা চাকরির নির্দিষ্ট বয়সসীমা ৬৫ বছর শেষ হওয়ার পর ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পান। ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অবসরপ্রাপ্ত শিক্ষকরা ৭৬ বছর বয়স পর্যন্ত একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।
এই ৬ জনের আগে গত তিন দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ জন শিক্ষক এই মর্যাদা পেয়েছেন। তারা হলেন-আবদুল জব্বার, সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, সুলতানা সারওয়াত আরা জামান, নাজমা চৌধুরী, আবদুল মতিন ও এ কে আজাদ চৌধুরী।নতুন ৬ জনসহ ঢাবিতে বর্তমান ইমেরিটাস অধ্যাপকের সংখ্যা ৮ জন। বাকি দুজন হলেন, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। এর আগে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক এ কে আজাদ চৌধুরীসহ মোট ৭ জনকে ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা দিয়েছিলো ঢাবি প্রশাসন। এ নিয়ে সর্বমোট ঢাবির ইমেরিটাস অধ্যাপকের মর্যাদা পাওয়া অধ্যাপকের সংখ্যা ১৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর