• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ছাত্রলীগের কমিটিতে বিতর্কিতদের ছড়াছড়ি

dunews
প্রকাশ: শনিবার, ১৫ জুলাই, ২০২৩


গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একইদিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।ছাত্রলীগের দায়িত্ব পাওয়ার পরে সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেছেন,শেখ হাসিনার হাতকে শক্তিশলী করতে বিতর্কিতদের বাদ দিয়ে ‘বিকেন্দ্রীকরণ’ করে কেন্দ্রীয় কমিটি ঢেলে সাজানো হবে।’ কিন্তু সম্মেলনের ৭ মাস পরে গত বৃহস্পতিবার (১৩ জুলাই) সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে চাঁদাবাজি, ধর্ষণ, নির্যাতন, সিট বাণিজ্যে, বিরোধী মতের উপর চড়াও হওয়া, রুম দখলের অভিযুক্তদের রয়েছে ছড়াছড়ি।

ঘোষিত কমিটিতে সহ-সভাপতি পদ পাওয়া মো. শাহজালাল ২০২০ সালের ২২ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের সামনে রোকেয়া হলের সাবেক এজিএস ও ঘোষিত কমিটির উপ-সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের অভিযোগ রয়েছে। পরবর্তীতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, বিষয়টি এখনো আইনি প্রক্রিয়ায় রয়েছে। ঢাবি অধিভুক্ত সাত কলেজের ‘অধিভুক্তি’ বাতিলের দাবিতে ২০১৮ সালে আন্দোলনরত নারী শিক্ষার্থীদের যৌন হেনস্তার অভিযোগ রয়েছে সহ-সভাপতি আল আমিন রহমানের বিরুদ্ধে।

আরেক সহ-সভাপতি শেখ শামীম আহম্মেদ তূর্য্যের বিরুদ্ধে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে রাজধানীর এক হোটেল নিয়ে লাগাতার ধর্ষণের অভিযোগ রয়েছে, এ নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ঢাবির মাস্টারদা সূর্যসেন হলের কক্ষে প্রশাসনের বরাদ্দ দেওয়া শিক্ষার্থীকে বের করে দিয়ে নিজের কর্মীদের জোরপূর্বক কক্ষে তোলার অভিযোগ রয়েছে আরেক সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম শপুর বিরুদ্ধে। ২০ সালের ২১ জানুয়ারি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের চার শিক্ষার্থীকে ‘শিবির সন্দেহ’ রড ও লাঠি দিয়ে মারধর করে হল ছাড়া করেন সাইফুল্লা আব্বাছী অনন্ত, তিনি এখন ঘোষিত কমিটির সহসভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। একই অভিযোগ রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন রানা ও উপ-ধর্ম বিষয়ক সম্পাদক আমির হামজার বিরুদ্ধে। হামজার বিরুদ্ধে বিরোধী দলীয় ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা ও সংবাদ সংগ্রহে কর্মরত থাকা গণমাধ্যম কর্মীকে মারধর করারও অভিযোগ রয়েছে।

ইডেন কলেজে ছাত্রীদের নির্যাতন, সিট বাণিজ্য সহ নানা অভিযোগে অভিুযক্ত শাখা সভাপতি তামান্না জেসমিন রিভা সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা উপ-পাঠাগার সম্পাদক হয়েছেন।
গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স (হোম ইকনোমিক্স ) কলেজের সামনে থাকা লেগুনাস্ট্যান্ড ও ফুটপাতের দোকান থেকে নিয়মিত চাঁদা নেওয়ার অভিযোগ রয়েছে কলেজ শাখা সভাপতি শারমিন সুলতানা সনি ও সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতীর বিরুদ্ধে। সনি বর্তমানে উপ-উদ্যোক্তা ও উদ্ভাবন সম্পাদক ও প্রভাতী উপ-সাহিত্য সম্পাদক মনোনীত হয়েছেন। জোর করে রুম দখল ও মারধরের অভিযোগ রয়েছে বদরুন্নেসা কলেজের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমনের বিরুদ্ধে, সেই সাইমনও উপ-সাহিত্য সম্পাদক মনোনীত হয়েছেন।

২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি এহসান রফিক নামে এক শিক্ষার্থীকে ক্যালকুলেটর ধার নেওয়াকে কেন্দ্র করে বহিষ্কার হওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের তদবির করে হলে রাখার অভিযোগ রয়েছে সাংগাঠনিক সম্পাদক তানভীর শিকদারের বিরুদ্ধে। মারধর করে বহিষ্কার হওয়া আরিফুল ইসলাম পান উপ-প্রশিক্ষণ সম্পাদক। তানভীর শিকদার ও শিক্ষা পাঠচক্র সম্পাদক মো.মিশাত সরকারের বিরুদ্ধে পলাশী বাজারের মালিক সমিতির ‘উপটৌকন দাবি’,’টাকা খাওয়ার’ অভিযোগ রয়েছে। ২০১৮ সালে ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী কলেজ ও হাবিবউল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীদের মারার অভিযোগ রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউনুসের বিরুদ্ধে। তাছাড়া, বিভিন্ন সময় ছাত্রদল-শিবির সন্দেহ মারধর করে হল ছাড়া ও বিজয় একাত্তর হলের প্রাধ্যক্ষের কক্ষ ভাঙচুর করার অভিযোগে বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কৃতও হয়েছিলেন আবু ইউনুস। ২০২২ সালের পহেলা জুলাইয়ে দৈনিক পাঁচ হাজার করে মাসে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেছে, দাবির সেই টাকা না দেওয়ার অস্বীকৃতি জানালে কর্মী পাঠিয়ে লেগুনা ভাংচুর ও মালিকদের মারধরের করে যুগ্ম সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন ও উপ শিক্ষা পাঠচক্র বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম।

সাংগাঠনিক সম্পাদক হাসিবুল হোসেন শান্ত, তানভীর শিকদার ও উপ বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক মারিয়াম জামান সোহানের বিরুদ্ধে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর ডাকসু ভবন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সমর্থকদের মারধরের অভিযোগ রয়েছে। এ নিয়ে নুর শাহবাগ থানায় একটি অভিযোগও দায়ের করেছেন। ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে বাইক চালনাকে কেন্দ্র করে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রয়েছে সাংগাঠনিক সম্পাদক অতনু বর্মনের বিরুদ্ধে।

টিএসসিতে নারীদের ওয়াশরুমে ‘মদ্যপ’ অবস্থা ঢুকে অশ্লীল অঙ্গভঙ্গি দেওয়ার অভিযোগ আছে উপ-স্কুলছাত্র বিষয়ক সম্পাদক তানজিন এ আলামিনের বিরুদ্ধে। বঙ্গবাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ ছাত্রলীগ থেকে ‘অব্যহতি’ পাওয়া ইমদাদুল হাসান সোহাগকে উপ-বিজ্ঞান সম্পাদক মনোনীত করা হয়েছে। ঢাবি সাংবাদিক সমিতির সাবেক অর্থ সম্পাদক ও দৈনিক আজকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু সাইদ ইসিয়াম পেয়েছে উপ-গণযোগাযোগ উন্নয়ন সম্পাদক, ইসিয়ামের আগে ছাত্রলীগের কোন পদবী ছিল না। বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও তথ্য ও প্রযুক্তি সম্পাদক হন বুয়েটর হাসিন আজফার পান্থ

এদিকে ‘বিকেন্দ্রীকরণ’ করার আশ্বাস দিলেও কমিটিকে বিকেন্দ্রীকরণ না করে অনুগতদের পদবী দেওয়া হয়েছে বলে অভিযোগ পদবঞ্চিতদের। এক পদ বঞ্চিত নেতা আজকের পত্রিকাকে বলেন,’ সাদ্দাম ভাই বারবার বলে আসছে বিকেন্দ্রীকরণের কথা,কে কার রাজনীতি করে তার চেয়ে ব্যক্তির রাজনীতিকে প্রাধান্য দেওয়ার কথা। কিন্তু পদ দেওয়ার ক্ষেত্রে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা লোকদের পদে বসিয়েছেন। নতুন কাউকে বসাননি। এতে তৃণমূলের ছাত্রলীগের কর্মীরা আশাহত হলেন বলে উল্লেখ করেন পদবঞ্চিত এ নেতা।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন,’ ক্রিমিনাল অফেন্স চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে প্রমাণের বিষয় রয়েছে।গণমাধ্যমে তো সংবাদ আসেই। তবে কেউ যদি আইনানুগ প্রক্রিয়ায় অপরাধী হয়, তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। এরকম কিছু আমাদের জানামতে পাইনি। সোহাগকে (ইমদাদুল হাসান সোহাগ) ঢাবি থেকে দেওয়া অব্যহতি প্রত্যাহার করা হয়েছে। তাই পদ দেওয়া হয়েছে।’
সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন,’একজন চাকরি পেয়েছে তবে চাকরি থেকে অব্যহতি নিয়ে মাস্টার্স করছে। তাই তাকে পদায়ন করা হয়েছে। এছাড়া অনেকে পার্ট টাইম চাকরি করে। সেটা করতেই পারে। শাহজালালের বিষয়টি আদালতে চলমান রয়েছে, সেখানে প্রমাণিত হলে তার আর এই পদে থাকার সুযোগ নেই। বুয়েটের অভ্যন্তরে ছাত্ররাজনীতি নিষিদ্ধ। কিন্তু কেউ বাইরে যে কোনো ইউনিটে রাজনীতি করতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর