ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত ছয়জন শিক্ষক।
ছয় শিক্ষক হলেন- ইংরেজি বিভাগের সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ন বিভাগের রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের হাশেম খান।
বৃহস্পতিবার(১৩ জুলাই) অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই ছয়জন শিক্ষকের ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগের বিষয়টি অনুমোদন হয়। তবে আগামী রবিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভায় তাদের নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড মো আখতারুজ্জামান।