ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডাগ্র্যাজুয়েট প্রেগ্রামের ভর্তি ফল প্রকাশিত হয়েছে। ১০৫০ টি আসনের বিপরীতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৪৫২৬ জন।
আজ ৮ জুন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান।
পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১২০ মার্কের মধ্যে ১০৫.৫৩ পেয়ে প্রথম হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজের মেহেরাজ হোসাইন। বিজ্ঞান শাখা থেকে ৯৪.২৫ পেয়ে প্রথম হয়েছেন একই কলেজের আব্দুল্লাহ ইবনে মাসুদ। মানবিক শাখা থেকে ৯৮.৯১ পেয়ে প্রথম হয়েছেন গোপালগঞ্জ লালমিয়া সিটি কলেজের জিলহজ শেখ।
উল্লেখ্য, গত ১৩ মে গ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সর্বমোট ৩৮ হাজার ২৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।