• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান

dunews
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩


বাংলাদেশের সংগীতচর্চা দল রবি রশ্মির আয়োজনে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ মে, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় শাহবাগের জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের সংগীত দল ‘রবিরশ্মি’ ও কলকাতার সংগীত দল ‘সুর ও সাধনা’র শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন প্রশাসক এবং ‘সুর ও সাধনা’র প্রতিষ্ঠাতা শ্রী গৌরাঙ্গ বিহারী রায়কে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পরবর্তী বক্তব্যে তিনি বলেন, আমরা বাঙালি। আমাদের সংস্কৃতি একই। অথচ কাঁটাতারের এমন বেড়া দেওয়া হয়েছে যে, ইচ্ছা করলেই আমরা বাংলাদেশে আসতে পারি না। ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের প্রথম পরিচয় আমরা বাঙালি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো: কামরুজ্জামান বলেন, রবীন্দ্রনাথকে আটকে রাখা যায় না। পাকিস্তানি আমলে রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিষিদ্ধ করা হয়েছিল। আমাদের দুই বাংলা রাজনৈতিক কারণে বিভাজিত হয়েছে কিন্তু রবীন্দ্রনাথকে বিভাজন করা যায় না। তিনি আমাদের সবার।
সংগীতশিল্পী শাহাদাৎ হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রবিরশ্মির পরিচালক মহাদেব ঘোষ, রবিরশ্মির সভাপতি জনাব মোখলেস আলম, সুর ও সাধনার সংগীতশিল্পী জয়ন্ত ধর, তমালী ব্যানার্জী, কিংশুক রায়, নিবেদিতা মিত্র, রত্মা রায়, রবিরশ্মির প্রধান উপদেষ্টা সৈয়দা হোসেনসহ রবিরশ্মি ও সুর ও সাধনার শিল্পীবৃন্দ ও কালকুশলীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর