• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

dunews
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ জাবেদ হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও অবস্থান করেছেন হলে থাকা একদল শিক্ষার্থী। তবে বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা গেছে হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। গতকাল সোমবার রাত ১১টা থেকে শুরু করে রাত দেড়টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরে হল প্রাধ্যক্ষ এসে ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলার পর বিক্ষোভকারীরা সরে যান। 


তবে হলের একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মালি নিয়োগে ছাত্রলীগের ‘পছন্দের প্রার্থী’ না নেওয়ায় এই আন্দোলন করছেন তাঁরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।


গতকাল বিক্ষোভকারীদের নেতৃত্বে ছিলেন হলের শীর্ষ পদপ্রত্যাশী ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের অনুসারী ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নয়ন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনানের অনুসারী জাহিদুল ইসলাম, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নের অনুসারী রবিউল ইসলাম ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী মাজহারুল ইসলাম আকাশ। 


নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনের নেতৃত্ব দেওয়া এক ছাত্রলীগ নেতা বলেন, ‘হলের শিক্ষার্থী বায়েজিদ পুকুরপাড়ে বসে ছিলেন। এ সময় বাইরের একজন এসে তাঁকে মারধর করেন। এ রকম হলে আমাদের নিরাপত্তা কোথায়? তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছি।’ 


এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘হলের সাধারণ শিক্ষার্থীরা তাঁদের নিরাপত্তা চেয়ে বিক্ষোভ করেছেন। বহিরাগতদের দৌরাত্ম্য কমাতে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।


এ বিষয়ে জানতে চাইলে প্রাধ্যক্ষ মুহাম্মদ জাবেদ হোসেনকে ফোন কলে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর