• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

dunews
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩


হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়ে না ফেরার দেশে চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হাসান। আজ বৃহস্পতিবার (১৮ মে) বিকালে পাঁচটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।নাঈমের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার মধুখালী গ্রামে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নাঈমের ভাগিনা ও বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা’ সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী জসীম বলেন, উনি একদম সুস্থ ছিলেন। উনি একটা ফার্মে সিএ করেন। তো আজকে বিকালে হঠাৎ করে আমাকে ফোন দেয় যে মাথা ঘুরে পড়ে গেছে। সাথে সাথে আমি আত্নীয়-স্বজনদের খবর দেই। পরে তাকে রাজধানীর শমরিতা হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, মামা এতো আল্লাহ ভীরু ছিলেন যে তার ছাত্রত্ব শেষ হওয়ার একদিন আগেই তিনি হল ছাড়েন। অনিয়ম বা দুর্নীতি করবেন না। একজন শিক্ষার্থী যাতে তার জন্য সিট না পায় এজন্য তিনি হল ছেড়ে দিয়ে একটি ফার্মে সিএ করতেছিলেন।
আজ রাত আটটার দিকে নাঈমের লাশ তার হলে নিয়ে আসা হয়। রাত নয়টার দিকে জানাজার পরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে ।  আগামীকাল তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে নাঈমের এমন মৃত্যুতে কবি জসীম উদ্দিন হলে বইছে শোকের মাতম। হঠাৎ তার এমন মৃত্যুকে মেনে নিতে পারছেন না তার সহপাঠী থেকে শুরু বিশ্ববিদ্যালয়ের পরিবারের কেউ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর