আমাদের শিল্প সাহিত্যকে ধ্বংস করার লক্ষ্যে একশ্রেণীর ধর্মব্যবসায়ী ষড়যন্ত্র করছে। নির্বাচনকে সামনে রেখে একটি গোষ্ঠী শিল্প-সংস্কতিকে ধর্মের সাথে সাংঘর্ষিক দেখিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে।” আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় রাজু ভাস্কর্যের “পাদদেশে নরসিংদীতে পুলকিত আশ্রমে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর এবং সাধু শিল্পীদের নির্যাতনের প্রতিবাদে” উন্মুক্ত লাইব্রেরী কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।
সৈকত বলেন, “নরসিংদীর ঘটনা নতুন না বরং এটি একটি পরিকল্পিত হামলা। বাংলাদেশে এসব ধারাবাহিকভাবে ঘটছে। আমাদের পূর্বেও ভাস্কর্য নিয়েও কথা বলতে হয়েছে৷ বাঙালি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ভাস্কর্যকে ধর্মের বিরুদ্ধে দাড় করানো হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা আমাদের ধর্মকে সংস্কৃতির সাথে সাংঘর্ষিক করে দেখাতে চায়, তারা দেশ এবং দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। নরসিংদীর পুলকিত আশ্রমে হামলা আমাদের সংস্কৃতির উপর হামলা। শিল্পীদের রক্ষা করতে না পারলে দেশের উন্নতি সম্ভব নয়।”
উন্মুক্ত লাইব্রেরীর সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ এর সঞ্চালনায় মানবন্ধনে আরও বক্তব্য রাখেন থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান আহমদুল কবির, কবি জসীম উদ্দিন হল ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের সভাপতি মোঃ লিপটন ইসলাম, স্লোগান ৭১ এর সাবেক সাধারণ সম্পাদক তিথিসহ আরো অনেকেই।