ঢাকা বিশ্ববিদ্যালয় থিয়েটার এন্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মিরহাজুল শিবলীকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার প্রতিবাদে সম্মিলিত প্রতিবাদ কর্মসূচী আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ মঙ্গলবার বিকাল ৩ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, রেলওয়ে অনিরাপত্তা ও উশৃঙ্খল আচরণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ঢাকা বিশ্ববিদ্যায়ের একজন শিক্ষার্থীকে রেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার তিনদিন হয়ে গেলেও রেলওয়ে কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।
মানবন্ধনে অভিযুক্তকে আইনের আওতায় আনা, রেলওয়ে যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, ৪৮ ঘন্টার মধ্যে সুনির্দিষ্ট জবাবদিহি প্রদান ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা, আহত শিবলীর চিকিৎসা ব্যয় বহন এবং যাত্রী হিসেবে যথাযথ ক্ষতিপূরণ প্রদান, ও ভবিষৎতে এধরনের ঘটনার কার্যকরী ব্যবস্থা গ্রহণসহ তিন দফা দাবি জানানো হয়।
উল্লেখ্য গত ৬ মে, শনিবার রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস থেকে ব্যাগ রাখার ঘটনাকে কেন্দ্র করে শিবলীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী রিফাত জাহান শাওনের সঞ্চালনায় মানবন্ধনে উপস্থিত ছিলেন থিয়েটার এন্ড পারফরমেন্স বিভাগের শিক্ষার্থী ইফতি শাহরিয়ার রাইয়ান, বর্ণালী ঘোষ বর্ণ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের তাফাজ্জুল হকসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।