• শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
‘ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতাদের সন্ধান চায় ঢাবি ছাত্রদল আলোচনায় হয়নি সমাধান, এখনো অবস্থানে শিক্ষার্থীরা তিনদফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে নারী শিক্ষার্থীদের অবস্থান বৃত্তি পেয়েছে ঢাবির ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ৬ শিক্ষার্থী ঢাবি মৈত্রী হল থেকে তিনশ শিক্ষার্থী স্থানান্তরের দাবি আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে সংখ্যালঘু নির্যাতন হয় না—শিক্ষামন্ত্রী ডুজার ৬ সাংবাদিক পেলেন বর্ষসেরা রিপোর্টার পুরষ্কার ডেঙ্গু মোকাবেলায় কাজ করছে রাজধানীর ২১ নম্বর ওয়ার্ডের ‘ভলেন্টিয়ার অব শেখ তাপস’ এইচএইসসি পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলন, আটক ৭

ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

dunews
প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩

‘অসাধু চক্র জালিয়াতিতে তৎপর ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা সে বিষয়ে ব্যবস্থা নিয়েছি। যার কারণে তারা প্রশ্নফাঁস করতে সাহস পায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এই প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে৷ তবুও আমাদের সর্বোচ্চ সজাগ থাকতে হবে, যেন কোনো ধরনের অসাধু চক্র আর সুযোগ না পায়’।আজ শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষায় কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে তিনি এ সব কথা বলেন।

ভর্তি পরীক্ষার দিনে ক্যাম্পাসে চলাচল নির্বিঘ্ন রাখতে শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের না আসার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্য বলেন, ‘অভিভাবকদের মনে রাখতে হবে, শিক্ষার্থীরা যেন নিজেদের মত করে চলতে পারে। তাদের সক্ষম হয়ে গড়ে উঠতে হবে। একজন শিক্ষার্থীর পেছনে দুইজন অভিভাবক যেন না আসে। কারণ আমাদের শিক্ষার্থীরা মেধাবী, তারা এরই মধ্যে ভালো ফলাফলের মধ্যে দিয়ে সফলতার স্বাক্ষর রেখেছে। তাদের সহযোগিতার জন্য আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা আছেন। বিভিন্ন ধরনের সংগঠন তাদের সহযোগিতায় তৎপর আছে। সব ব্যবস্থাপনাই রাখা হয়েছে। তারা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিয়ে নিরাপদে বাড়িতে ফিরতে পারে। সেই প্রত্যাশা থাকবে।’


এই ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে সকাল ১১টায় শুরু হয়। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। পরীক্ষায় দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮২টি। সেই হিসাবে প্রতি আসনে লড়ছেন প্রায় ৪২ জন শিক্ষার্থী।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর