• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ, আহত ৬

dunews
প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩



ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) ২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের কলা,আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা  দিতে আসা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা দিতে আসে ছাত্রদল। এসময় ছাত্রদলের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ তুলে দলটি। আজ দুপুর ১২:৩০ টায় হাইকোর্ট চত্বর ও শিক্ষা ভবন এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার ঘটনায় ছাত্রদলের ছয়জন  নেতাকর্মী আহত হয়েছে বলে জানায় ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক । এরমধ্যে তিনজন গুরুতর আহত। আহতরা ঢাকা ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা হলেন, ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক মুমিনুল ইসলাম জিসান, সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্রদল কর্মী আব্দুল্লাহ আল সাব্বির, বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক অনিক, রাজু আহমেদ যুগ্ম সম্পাদক, এ এফ রহমান হলের ছাত্রদল কর্মী জারিফ,জহু হল ছাত্রদলের কর্মী আতিক ইশরাক।


হামলার বিষয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন,ভর্তি পরীক্ষার সময় নবীনদের শুভেচ্ছা জানাতে ফুল ও কলমের বিরুদ্ধে যে ছাত্রসংগঠন সশস্ত্র হামলা চালায় তা আদৌ ছাত্রসংগঠন কি না তা নিয়ে সন্দেহ আছে। আমাদের তিনজন গুরুতর আহত হয়েছে। আব্দুল্লাহ আল সাব্বিরের মাথায় ১২ সেলাই লেগেছে। আমরা এই সন্ত্রাসী  হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।এবং অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দোষীদের চিহ্নিত  করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই।


হামলার বিষয় অস্বীকার করে ঢাবি ছাত্রলীগের সভাপতি   মাজহারুল কবির শয়ন ইত্তেফাককে বলেন, আমরা শুনেছি এটি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল।ছাত্রলীগ নিজ থেকে কেন তাদের উপর হামলা করবে। তারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়ে ছাত্রলীগের উপর অভিযোগ করছে।


হামলার বিষয়ে জানতে চাইলে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, ছাত্রলীগ সকাল থেকেই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় কাজ করে আসছে। ছাত্রলীগের কোম নেতাকর্মী এই ধরনের কোন হামলায় জড়ায়নি। তবে আমরা ছাত্রদলের বিষয়টি শুনেছি।তাদের অভ্যন্তরীণ কোন্দল থেকে নিজেদের মধ্যেই মারামারি করেছে তারা।


হামলার ঘটনা জানতে প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমানকে ফোন করা হলে ফোনকলে তাকে পাওয়া যায়নি৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর