একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও পাকিস্থানের পক্ষ থেকে রাষ্ট্রীয় ক্ষমাপ্রার্থনা সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়। গতকাল সকাল ১০ টায় তিন নেতার মাজার গেটের সামনে এই মানববন্ধন করা হয়েছে।
পাকিস্থান হাই কমিশন কর্তৃক গতকাল সকাল ১১:৩০ টায় খাজা নাজিমুদ্দিনের কবর পরিদর্শন করতে আসার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনের খবর পেয়ে হাইকমিশন পূর্ব নির্ধারিত পরিদর্শন বাতিল করেন। এসময় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি মানববন্ধনে সাধারণ মানুষদেরও অংশগ্রহণ করতে দেখা যায়। মানিববন্ধনে মানুষদের বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, একাত্তরে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর গণহত্যা চালিয়েছে। কিন্তু এখন পর্যন্ত পাকিস্থান রাষ্ট্রীয়ভাবে আমাদের কাছে ক্ষমা চায়নি। এই নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ ও সচেতন ছাত্র সমাজের মনে এখনো ক্ষোভ রয়েছে। যে কারণে হাইকমিশনার এর কবর পরিদর্শনের খবর পেয়ে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।