পহেলা বৈশাখ বাঙালির একটি সার্বজনীন লোকউৎসব। নানা আয়োজনের মধ্য দিয়ে এই দিনকে উদযাপন করেছে বাংলাদেশ শিশু একাডেমি।’বৈশাখের রং লাগাও প্রাণে’ এই শিরোনামে শিশু একাডেমি প্রাঙ্গণে এবারের নববর্ষের উদযাপন করা হয়।
বৈশাখ কে বরণ করে নিতে ১০০ ফুট ক্যানভাসে রঙতুলি দিয়ে সেজেছে বাংল একাডেমি প্রাঙ্গণ। এছাড়াও লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী লাঠি খেলা সহ ঢাক ঢোলের তালে তালে লাঠিয়াল বাহিনীর নানা ধরণের কলাকৌশলে মেতে উঠে পুরো শিশু একাডেমি প্রাঙ্গণ।
এরপরই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। বরাবরের থেকে ভিন্নভাবে উপস্থাপিত হয় এবারের অনুষ্ঠান। শিশুদের পাশাপাশি এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ শিশু একাডেমির প্রশিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিশু একাডেমির কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।