বাংলা নববর্ষে উপলক্ষ্যে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও দ্রব্যমূল্যের দাম কমাও মোটিফসহ অংশগ্রহণ করায় বাধার সম্মুখীন হয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোট। এতে আয়োজন সংশ্লিষ্টদের প্রতি মোটিফ কেড়ে নেওয়ার চেষ্টা এবং কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ করেছে জোটের নেতাকর্মীরা।
এদিকে সকাল ১১ টায় রাজু ভাস্কর্যের পাদদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে গণস্বাক্ষর কর্মসূচীর আয়োজন করলে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টীম বাধা দেয় বলেও দাবি করেন তারা।
আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ও রাজু ভাস্কর্যের পাদদেশে এসব ঘটনা ঘটে বলে জানান জোট নেতারা।
এ সম্পর্কে গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীরা বলেন, মঙ্গল শোভাযাত্রা বাঙালির জাতীয় জীবনে প্রতিবাদের সংস্কৃতি হিসেবে এসেছিল। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় এদেশের ছাত্র জনতা বর্ষবরণকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল। কিন্তু আওয়ামী সরকারের আমলে এটিকে মূল চেতনা থেকে সরিয়ে স্রেফ আয়োজন সর্বস্ব করে তোলার চেষ্টা করা হচ্ছে।
এতে সরাসরি উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মী জুয়েল মিয়া, সজীব চৌহান, আক্তার হোসেন নবীন এবং সাইদুল হক নিশানসহ আরো অনেকেই।