গণতান্ত্রিক ঐক্যজোটের বাধার সম্মুখে এরশাদের ছাত্রসংগঠন “জাতীয় ছাত্রসমাজের” ইফতার কর্মসূচি পন্ড হয়েছে। আজ ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় গণতান্ত্রিক ঐকসমাজের নেতৃবৃন্দের নেতৃত্বে এই ইফতার কর্মসূচি পন্ড করা হয়।
এসময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নজির আমিন চৌধুরী জয় প্রমুখ ।
এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জনিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সভাপতি ছায়দুল হক নিশান এক যুক্ত বিবৃতিতে বলেন, “সামরিক স্বৈরাচার এরশাদের আমলে স্বৈরাচারের পক্ষে দেশের প্রতিটি ক্যাম্পাসে জাতীয় ছাত্র সমাজের হিংস্র ভূমিকা এদেশের মানুষ ভুলে যায়নি৷ স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধের রক্তাক্ত ইতিহাসের অংশ হিসাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজ ও সকল সাম্প্রদায়িক, মৌলবাদী সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ অথচ বিষ্ময়করভাবে আমরা লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজকে কর্মসূচির অনুমতি দেয়া হলো ! আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেনো নেক্কারজনক ভূমিকা ইতিহাসের সাথে বেঈমানীর শামিল। “
#
বিবৃতিতে “ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজসহ সকল সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠনের কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ করা না হলে, এবং এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণের হুশিয়ারি জানানো হয়।”