• শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৭:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনাম
রবি রশ্মির উদ্যোগে ‘এসো শ্যামল সুন্দর’ শীর্ষক সংগীতানুষ্ঠান ঢাবি উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঢাবিতে আনঃহল দাবা ও ক্যারাম প্রতিযোগিতার উদ্বোধন বঙ্গবন্ধুর জীবন ও দর্শন থেকে শিক্ষা নিতে হবে: ঢাবি ভিসি ঢাবির শহীদুল্লাহ হল প্রাধ্যক্ষের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মাথা ঘুরে পড়ে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বম জনগোষ্ঠীর উপর হামলা, বিচারের দাবি গণতান্ত্রিক ছাত্র জোটের ঢাবি শিক্ষার্থী হত্যা চেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি আমাদের শিল্প সংস্কৃতিকে ধ্বংস করার ষড়যন্ত্র হচ্ছে:সৈকত ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকানো গিয়েছে :ঢাবি ভিসি

গণতান্ত্রিক ছাত্র জোটের বাঁধার মুখে ‘জাতীয় ছাত্র সমাজ’র কর্মসূচি পন্ড

dunews
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

গণতান্ত্রিক ঐক্যজোটের বাধার সম্মুখে এরশাদের ছাত্রসংগঠন “জাতীয় ছাত্রসমাজের” ইফতার কর্মসূচি পন্ড হয়েছে। আজ ১৩ এপ্রিল সন্ধ্যা ৬ টায় গণতান্ত্রিক ঐকসমাজের নেতৃবৃন্দের নেতৃত্বে এই ইফতার কর্মসূচি পন্ড করা হয়।


এসময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি ছায়েদুল হক নিশান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ চৌধুরী, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নজির আমিন চৌধুরী জয় প্রমুখ ।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জনিয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এর সভাপতি ছায়দুল হক নিশান এক যুক্ত বিবৃতিতে বলেন, “সামরিক স্বৈরাচার এরশাদের আমলে স্বৈরাচারের পক্ষে দেশের প্রতিটি ক্যাম্পাসে জাতীয় ছাত্র সমাজের হিংস্র ভূমিকা এদেশের মানুষ ভুলে যায়নি৷ স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধের রক্তাক্ত ইতিহাসের অংশ হিসাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজ ও সকল সাম্প্রদায়িক, মৌলবাদী সংগঠনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল৷ অথচ বিষ্ময়করভাবে আমরা লক্ষ্য করলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজকে কর্মসূচির অনুমতি দেয়া হলো ! আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এহেনো নেক্কারজনক ভূমিকা ইতিহাসের সাথে বেঈমানীর শামিল। “

#
বিবৃতিতে “ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজসহ সকল সাম্প্রদায়িক মৌলবাদী সংগঠনের কার্যক্রম কঠোরভাবে নিষিদ্ধ করা না হলে, এবং এধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণের হুশিয়ারি জানানো হয়।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর